স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণার আহ্বান
দেশের বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজউল্লাহ। এই সময় সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল।
দেশের এই সময় করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফ, এসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়াসহ ৮ দফা দাবি জানানো হয়।
এই সকল দাবি আদায়ে আগামী ১৮ জানুয়ারি ঢাকায় বিক্ষোভ মিছিল, ২৫ জানুয়ারি সারাদেশে ছাত্র-শিক্ষক এবং অভিভাবক মতবিনিময় সভা, ২৭ জানুয়ারি থেকে সারাদেশে ৮ দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংঘটনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সুমাইয়া সেতু, কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়জুর মেহেদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে এম মুত্তাকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা মহানগরের সহ-সভাপতি প্রিতম ফকির, ঢাকা কলেজের সভাপতি বিএম জুবায়ের প্রধান, কবি নজরুল সরকারি কলেজের সভাপতি শামীম হোসেন, কবি নজরুল সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকিরসহ অন্যরা।