সাংবাদিকদের জন্য দুই কোটি টাকা বরাদ্দ
করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায় সারাদেশের সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিল বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সারাদেশের সাংবাদিকদের মধ্যে দুই হাজার জনের জন্য দুই কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।