সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা জারি:
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে সরকারি অফিসের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার উপসচিব মো: রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, করোনাভাইরাসজিনত রোগ (কভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে সূত্রস্থ স্মারকদ্বয়ে আরোপিত বিধি-নিষেধ সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছ। দেশর বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এ কারণে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, SMS, What’s App-সহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করেত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ অবস্থায় সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো।
উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাইথেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়। কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধকল্পে কঠোর বিধিনিষেধের সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।