সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেমসহ আটজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে সত্য সমাচার অনলাইনকে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম।
জেলার পুলিশ সুপার বলেন, ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে ভবন নির্মাণে অনেক ত্রুটি ছিল। সেখানে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থাই ছিল না। আমরা মনে করি, এটি একটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে
গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছে। আগুন পুরোপুরি নিভিয়ে কারখানাটি ফায়ার সার্ভিস তাদের বুঝিয়ে দেবে।
তিনি আরও বলেন, ভবনটি বুঝে পাওয়ার পর মামলা কোর্টে উপস্থাপন করার আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালোকরে পরিদর্শন করবেন এবং মামলার আলামত লিপিবদ্ধ ও তদন্ত করবেন।