রোনাল্ডোর শেষ ৫ মিনিটের জাদু, এক ম্যাচেই ৫ রেকর্ড
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে রেকর্ডের মালা গেঁথে নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ ইউরোর শুরুটা রাঙালেন। অধিনায়কের শেষের ঝলকে স্বস্তির জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল চ্যাম্পিয়ন পর্তুগাল।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হয় পর্তুগাল। এ ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পান। ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল, যার মধ্যে দুটি গোলই রোনাল্ডোর। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত রোনাল্ডোদের আটকে রেখে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা জাগিয়েছিল হাঙ্গেরি।
শেষ ছয় মিনিটের ঝড়ে শঙ্কার মেঘ উড়িয়ে দেয় চ্যাম্পিয়নরা। ৮৪ মিনিটে রাফায়েল গেরেইরো হাঙ্গেরির প্রতিরোধ ভাঙার পর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রোনাল্ডো করেন ইউরো ইতিহাসে নিজের ১১তম গোল।
ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৯) ছাড়িয়ে রোনাল্ডো এখন এককভাবে ইউরোর সর্বোচ্চ গোলদাতা। ইউরোতে সবচেয়ে বেশি ২২টি ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নেন রোনাল্ডো। দেশের জার্সিতে ১৭৬ ম্যাচে তার গোল হলো ১০৬টি। ইরানের আলী দাইয়ের (১০৯) বিশ্ব রেকর্ড ভাঙতে আর চার গোল দরকার রোনাল্ডোর।