রাজাপুরে জমিজমার বিরোধের জেরে বড় ভাইসহ আহত ২ জন
সত্য সমাচার নিউজঃ ঝালকাঠির রাজাপুরে ছোট ভাই তার বড় ভাইসহ দুই জনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে মজিদ হাওলাদারের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৪)।
আহতরা হলো সাতুরিয়া এলাকার মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে মো. মজিদ হাওলাদার (৬০), প্রতিবেশী আব্দুল গনি মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।
খবর নিয়ে জানা গেছে, বাবার জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার সকালে বিরোধীয় জমিতে বড় ভাই মজিদ ঘর নির্মাণের কাজ করতে আসলে তার ছোট দুই ভাই খলিল রহমান (৪৫), মো. সাইদুল হক (৪০) ভাইয়ের ছেলে মাইনুল, নাঈম দেশীও অস্ত্র দাও, লাঠি দিয়ে আঘাত করে।
এই সময় প্রতিবেশী শহিদুল তাদের মারামারি থামাতে গিয়ে সেও হামলার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে ভর্তি রেখে শহিদুলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, স্বপন হাওলাদার নামে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।