ভারত ফেরত আরও ৫ জনের করোনা শনাক্ত, দেশে ফিরেছেন ১৯৭৪ জন বাংলাদেশি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা এবং বাংলাদেশে কর্মরত ও পড়াশুনা করতে থাকা ভারতীয় নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৭৪ জন দেশে ফিরছেন।
আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে বিশেষ অনুমতি নিয়ে যাত্রীরা ভারত থেকে ফিরতে পারছেন।
শনিবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আরও ৩৬ জন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
ইতিমধ্যেই ভারত ফেরত সবার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। ভারত ফেরত যাত্রীদের মধ্যে ৫৯ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে অনেকেই নেগেটিভ সনদ নিয়ে নিজ নিজ অবস্থানে চলে গেছেন। শনিবার পর্যন্ত ২৭ জন ভারত ফেরত যাত্রী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, ভারত ফেরতদেরকে কোয়ারেন্টিন মানতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সর্বশেষ শনিবার পর্যন্ত ২৭৪ জন যাত্রী কায়ারেন্টিনে আছেন। ভারত ফেরত ৩৩১ জন যাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, নতুন শনাক্ত ভারত ফেরত ৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ও ০১ জনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাছাড়া ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার ব্র্যাক লানিং সেন্টারসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।