কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোরকানন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা সম্পর্কে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোরকানন ইউটার্নে শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।
হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন— ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।
ময়নামতি থানার এসআই বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ ও দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।