আখাউড়া সীমান্তের ওপারে ব্লাক ফাঙ্গাস।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ভারত ফেরত কারও শরীরে এখনো ভারতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
তবে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থা আছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।
রোববার (২৩ মে) বিকেলে ডা. একরাম উল্লাহ, ভারতে জুড়ে ব্লাক ফাঙ্গাস মারাত্মক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বলে জানান।
ভারত থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশী যে নাগরিকরা ফিরেছেন, এর মধ্যে কারো এখন পর্যন্ত ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরা কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ১০জন করোনা আক্রান্ত হন।
তাদের মধ্যে দুই জন নেগেটিভ হয়ে সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তরা সবাই আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে যারা আক্রান্ত আছেন, তাদের শরীরে ভারতীয় ব্লাক ফাঙ্গাস আছে কিনা তা পরীক্ষা করতে ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে, ভারতের ত্রিপুরা রাজ্যে ৬৮ বছরের এক নারীরে ব্লাক ফাঙ্গাস শনাক্ত হওয়ায় খবরে সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। ব্লাক ফাঙ্গাসের বিষয়টি জানিয়েছে ত্রিপুরার স্থানীয় কয়েকটি গণমাধ্যম। সেখানে ২৪ ঘন্টা কারফিউ জারি চলছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের ডা. রাশেদুর রহমান বলেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়ালে আমাদের জন্য ঝুঁকি আছে। যেহেতু আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা হয়ে লোকজন দেশে প্রবেশ করছে তাই বাংলাদেশেও এর সংক্রমণ ছড়াতে পারে। তা আগে থেকে সতর্কতা প্রয়োজন।